দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন লিফটের কথা আগে হয়তো আমরা কখনও শুনিনি। এটি চীনের ঝানজিয়াজি ফরেস্ট পার্কে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন বলা যায়। এর নাম ‘হান্ড্রেড ড্রাগন স্কাই লিফট’।
এই লিফটকে বিশ্বের ভয়ঙ্করতম লিফট বলা হয়ে থাকে। দর্শনার্থীদের এই লিফটটি মাত্র দুই মিনিটে নিয়ে যেতে পারে এক হাজার ৭০ ফুট (৩৬২ মিটার) উপরে! একসঙ্গে ১ হাজার ৪০০ যাত্রী চড়তে পারে এই লিফটটিতে!
চীনের সংবাদপত্র পিপলস ডেইলি অনলাইন বলেছে, ভয়ংকর এই লিফটটি নির্মাণে চীনা সরকার ব্যয় করেছে ১২০ মিলিয়ন ইয়েন অর্থাৎ ১৩ মিলিয়ন ইউরো।
১৯৯৬ সালে শুরু হয় এই লিফটটির নির্মাণ কাজ। নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৯ সালে। কিন্তু নিরাপত্তার কারণে চালুর পর কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় এই লিফটটি। এরপর ২০১৩ সালে জনস্বার্থে লিফটি আবারও খুলে দেওয়া হয়েছে।
তিনটি বিভাগে গিনেজ বুকে নাম উঠেছে হান্ড্রেড ড্রাগন স্কাই নামক এই লিফটের।
(১) এটি বিশ্বের সবচেয়ে বড় সার্বক্ষণিক খোলা লিফট।
(২) এটি বিশ্বের বৃহত্তম দোতলা লিফট।
(৩) এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী লিফট।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=MZlKmMV5Yb4