দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুটিং শেষ হয়েছে বাপ্পি-আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রের। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফে।
গত বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয় পরিচালক হিমেল আশরাফের প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’র।
ইতিমধ্যেই শেষ হলো ছবিটির শুটিং। পুরোদস্তুর বাণিজ্যিক ঘরানায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পি, আঁচল, অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
শুটিং শেষ হওয়ার সংবাদ জানিয়ে সম্প্রতি পরিচালক হিমেল ধন্যবাদসূচক একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তাতে তিনি লেখেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’র শেষ দিনের শুটিং হচ্ছে। তাই আমার জন্য বিশেষ দিন এটি। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক আরশাদ আদনান ভাইকে।…আজ যার কথা মনে করে বারবার আমার চোখ ভিজে যাচ্ছে। এই সিনেমার কাহিনী-সংলাপ ও চিত্রনাট্যকার; আমার ভাই, আমার বন্ধু, আমার গুরু ফারুক হোসেন।’
নির্মাতা হিমেল আশরাফ বলেছেন, ‘শুরুতে আমরা শুটিং করেছি যশোরের গদখালীতে, যে এলাকাটি ফুলের জন্য একটি বিখ্যাত এলাকা। সুন্দর লোকেশনের কারণেই শুটিংটা দুর্দান্ত হয়েছে। আর গল্পটা ফুলের রাজ্যকে কেন্দ্র করেই। এখানে বাপ্পি ও আঁচলকে নতুনভাবে দেখবেন দর্শকরা।’
পরিচালক আরও বলেন, ‘প্রথম ধাপের শুটিংয়ের পর কিছুদিন কাজ বন্ধ থাকার পর এ মাসের ১১ তারিখ হতে এফডিসিতে দুটি সেট নির্মাণ করে আবার শুটিং শুরু করেছিলাম। কাজ শেষ করে আমরা ক্যামেরা ক্লোজ করেছি।’
অভিনেতা বাপ্পি বলেন, ‘চলচ্চিত্র নির্মাতা হিসেবে হিমেল আশরাফ নতুন হলেও তাঁর কাজ সেটা বলে না। পেশাদার পরিচালকদের মতোই তাঁর কাজের দক্ষতা রয়েছে। পুরো শুটিংটা করে এক অন্য রকমের ভালো লাগা কাজ করছে।’
ছবির পরিচালক জানিয়েছেন, এডিটিং, ডাবিং এবং সেন্সর ছাড়পত্রের পর আগামী ঈদুল ফিতরেই মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রটি।