দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘এ কেমন কাছে আসা’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করছেন নাদিয়া। তার বিপরিতে রয়েছেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ।
মাহমুদ জনির পরিচালনায় ‘এ কেমন কাছে আসা’ নাটকটিতে রিয়াজ, নাদিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নাঈম।
‘এ কেমন কাছে আসা’ নাটকটির কাহিনী এমন: ছোট্ট এক বালিকা নাদিয়াকে দেখেই ‘মা’ ডাকা শুরু করে দিলো। নাদিয়াতো অবাক। তার তো বিয়েই হয়নি। সে আবার কীভাবে মা হলো! পরে অবশ্য নাদিয়া ভাবলেন, মেয়েটার মা হয়তো মারা গেছেন। তছিাড়া মেয়েটাও নাছোড়। শেষ পর্যন্ত নাদিয়াকে নিয়ে হাজির হলেন বাসায়। বাসায় গিয়ে দেখতে পান মেয়েটার বাবা রিয়াজ। তার সঙ্গে কথা বলে জানা গেলো, মেয়েটার মায়ের চেহারা হুবহু নাদিয়ার মতোই।
অনেকদিন আগে হারিয়ে গেছে তার মা। তারপর হতেই মাকে হন্যে হয়ে খুঁজছে। হারানো মাকে খুঁজে পেয়ে আর কিছুতেই হারাতে চায়না সে। অন্যদিকে এক সময় মেয়েটার প্রতি নাদিয়ার ভালোবাসা জন্মে যায়। সে বলতে পারেনা, সে তার আসল মা নয়। এমন একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক, ‘এ কেমন কাছে আসা’।
নাটকটি সম্পর্কে নাদিয়া বলেছেন, ‘নাটকের গল্পটা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজটাও বেশ উপভোগ্য। আশা করছি ভালো কিছুই হবে।’
নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে।