দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক সময় নিজেদের ভুলে অনেক দরকারি ফাইল ডিলিট করে ফেলি। তবে আপনি যদি চান তাহলে খুব সহজেই এই ডিলিট করা ফাইল recovery অর্থাৎ ফিরে পেতে পারেন। কীভাবে? জেনে নিন।
দরকারি ডিলিট হওয়া ফাইল ফিরে পেতে নিচের স্টেপগুলো অনুসরণ করে ফাইলগুলো ফিরে পেতে পারেন:
আপনি প্রথম কাজ হলো নিচের লিংকটি দিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
http://www.mediafire.com/?us5cmh15rma2zmi
এবার Extract করুন । যদি Winrar Softwareটি ইন্সটল না করা থাকে তাহলে সেটিও ইন্সটল করে নিন।
এখন Exe file Double Click করুন । Welcome Screen আসার পর Next Click এলে তাতে ক্লিক করুন।
এবার License Agreement Accept করে Next Click এ ক্লিক করুন। এরপর Next ক্লিক করুন। এখন কোথায় ইন্সটল করবেন সেটি সিলেক্ট করুন । এবার Yes ক্লিক করুন ।
এখন Finish Button এ ক্লিক করুন। এবার File Recovery শুরু করুন।
তবে উপরোক্ত পদ্ধতিটি অনুসরণ করার আগে আপনি টেস্ট হিসেবে প্রথমে চেক করতে পারেন। যেমন কিছু প্রয়োজনীয় ফাইল ডিলিট করে আবার Recovery করে দেখতে পারেন। এই সফটওয়্যারটি ঠিক মতো কাজ করছে কিনা।