দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাত সাড়ে ১০টায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হচ্ছে বলে কারাগার সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।
রাত সাড়ে ১০টায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হচ্ছে বলে কারাগার সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ইতিমধ্যে কারা অভ্যন্তরে প্রবেশ করেছেন সিভিল সার্জন ডা. মালেক মৃধা।
এদিকে কেন্দ্রীয় কারাগারের আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি মোতায়েন করা হয়েছে।