দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ ফলাফল পাবার বিস্তারিত নিয়মাবলি জানতে পড়ুন…
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৯,৭৬১ পরীক্ষার্থী।
যেভাবে পাবেন ফলাফল
নিজ নিজ স্কুল অথবা ওয়েব সাইট ও মোবাইল থেকে ফলাফল পেতে পারেন।
ওয়েবসাইট থেকে:
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখুন
অথবা
অথবা
https://thedhakatimes.com/ssc-result/
মোবাইল ফোন থেকে:
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল মোবাইলে পেতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন:
এসএসসি:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
SSC<space>first 3 letter of board name<space>roll no<space>2016 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For example : SSC Dha 123456 2016 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
দাখিল:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
Dakhil<space>first 3 letter of board name<space>roll no<space>2016 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For Example : Dakhil Mad 123456 2016 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার কোন ফলাফল বিষয়ে অভিযোগ অথবা পুন:পরীক্ষা দিতে চাইলে টেলিটক মোবাইল থেকে (অন্য মোবাইল হবে না) আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম নিম্নে দেওয়া হলো:
পুন:পরীক্ষার আবেদনের জন্য আপনার ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
RSC<space>first 3 letter of board<space>roll<space>subject code এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা চার্জ দিতে হবে।
ফলাফল পর্যালোচনা
চট্টগ্রাম বোর্ডে ৯০.৪৪ শতাংশ, কুমিল্লা ৮৪ শতাংশ, বরিশাল ৭৯.৪১ শতাংশ, যশোরে ৯১.৮৫ শতাংশ, রাজশাহী ৯৫.৭০ শতাংশ। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ।