দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে প্রতিক্রিয়ায় ভারত নিজামীর মৃত্যুদণ্ড সমর্থন করেছে।
এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ভারত। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সমর্থন করেন তারা।
এই বিষয়টিকে বাংলাদেশের ‘আভ্যন্তরীণ ইস্যু’ উল্লেখ করে এই বিচারে বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে জানিয়েছে ভারত।
গত বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিকদের বলেছেন, ‘যুদ্ধাপরাধ বিচারের বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। দেশটিতে এর ব্যাপক জনসমর্থনও রয়েছে।’
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায় কার্যকরের পর নিজামীকে ‘পরম বন্ধু’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে নিজামীকে ‘নিষ্পাপ’ আখ্যা দিয়ে ফাঁসির বিরোধীতা করেছেন। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয় তুরস্ক।
উল্লেখ্য, ভারত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের ট্রেনিংসহ নানাভাবে সহযোগিতা করেছিল ভারত।