দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাপ-বেটার হাতে কিডন্যাপ হলেন প্রভা- এমন কথা শোনার পর অনেকেই চমকে উঠতে পারেন। কিন্তু ঘটনাটি বাস্তবের নয়, নাটকের!
হুমায়ূন রশিদ সম্রাটের নতুন নাটক ‘লাভ লস’-এর গল্পে দেখা যাবে ঠিক এমনই। বাপ হলেন অভিনেতা তারিক আনাম খান আর তার বেটা হলেন পাভেল ইসলাম। তারা দু’জনই কিডন্যাপার! এই বাপ-বেটার হাতেই কিডন্যাপ হলেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা!
নাটকটির গল্পে দেখা যাবে শহরের ধনী পিতার মেয়ে প্রভা। তারিক এবং পাভেল প্রভার বাবার কাছ থেকে টাকা নিয়ে প্রভাকে মেরে ফেলতে চাইবে। তবে এক সময় পাভেল প্রভার প্রেমে পড়ে যায়। সেজন্য পাভেল তার বাবাকে বাধা দেন। পাভেল কিছুতেই প্রভাবে মারতে দিবে না। এই গল্প নিয়েই বাবা-বেটার দ্বন্দের সূত্রপাত হবে। এরপর থেকে একের পর এক চমক তৈরি হয় নাটকটিতে। সম্রাটের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য করেছেন তুর্ তানি।
সংবাদ মাধ্যমকে নির্মাতা হুমায়ূন রশিদ সম্রাট বলেছেন, ‘আমরা থ্রিলার টাইপের কাহিনী খুঁজছিলাম। সে হিসেবেই নাটকটি করা হচ্ছে। আর্টিস্টরা নিজ নিজ দায়িত্ব নিয়ে খুব যত্নসহকারে কাজটি করেছেন। আশা করি নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।’
‘লাভ লস’ নাটকটি শীঘ্রই একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে।