দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে আমরা ইচ্ছামতো ছবি পোস্ট করে থাকি। কিন্তু কখনও ভাবিনা যে কোন কোন ছবি পোস্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। আজ সেটি জেনে নিন।
হয়তো আমরা মনে করতে পারি যে, নিজের অ্যাকাউন্ট, নিজের ইচ্ছে, নিজের স্বাধীনতা, তাই যেমন খুশি ছবি পোস্ট করতে বাঁধা কিসের? তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের দেওয়ালে, এমনটা একেবারেই ভাবা যাবে না। স্বাধীনতা যেমন রয়েছে, তেমনই রয়েছে কিছু সীমাবদ্ধতা, সীমিতকরণ কিংবা নিষিদ্ধকরণ।
ফেসবুকে অবাধ স্বাধীনতা একেবারেই নেই। কেনো নেই? এ প্রশ্ন আসতে পারে। এর কারণ হলো এমন কিছু বিষয় রয়েছে যা দেশের সাম্য বিনষ্ট করে, দেশের শান্তি বিঘ্নিত করে, যা হিংসা ছড়ায় ও এমন কিছু যা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে, তা কখনই স্বাধীনভাবে যখন যেখানে খুশি বলা, লেখা কিংবা আত্মপ্রকাশ করা যায় না।
ফেসবুকের এমন কিছু সীমাবদ্ধতা রয়েছে। এমন কিছু আপত্তিকর ছবি পোস্ট একেবারেই নিষিদ্ধ যা আপনার পছন্দ হলেও সেটি মর্মস্পর্শী। এমনই অনেক ছবি পোস্ট করে ফেসবুকের শাস্তি পেতে হয়েছে ফেসবুকের ব্যবহারকারীদের।
শাস্তিটি কী ধরনের? এসব মর্মস্পর্শী ছবি পোস্ট করলেই তিন দিন ব্লক হয়ে যাবে আপনার আক্যাউন্ট। আবার বারংবার করলে স্থায়ীভাবে ব্লক হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তাই ছবি পোস্টের সময় খেয়াল রাখুন যাতে এমন কোনো ছবি পোস্ট করবেন না যেগুলো সমাজের জন্য বা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে।