The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মডেল কন্যা সাবিরার ‘আত্মহত্যা’র আগে করা ভিডিওতে কী ছিলো? [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মডেল ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মার্কেটিং এক্সিজিকিউটিভ সাবিরা হোসাইনের আত্মহত্যাচেষ্টার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। কী ছিলো সেই ভিডিওতে?

Sabirara suicide and Video

আজ (মঙ্গলবার) ভোর ৫টা নাগাদ মিরপুরের রূপনগরের বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাবিরার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে সাবিরা নিজেই তার আত্মহত্যাচেষ্টার এই ভিডিও ধারণ করেন বলে মনে করা হচ্ছে।

সাবিরার ফেসবুক স্ট্যাটাস এবং ভিডিও বার্তা দেখে তার আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

সাবিরা তার ফেসবুকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে আত্মহত্যার কারণও লিখে গেছেন। সেইসঙ্গে তিনি ‘আত্মহত্যার’ আগে ধারণ করা একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে চাকু হাতে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন সাবিরা। তবে ব্যর্থ হওয়ায় ১০.০৮ সেকেন্ডের ওই ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেবো।’

Sabirara suicide and Video-2

সাবিরা তার স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের এক আলোকচিত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যহ আমাকে বাসা হতে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কী একটুও খারাপ লাগেনি?’

সাবিরা আরও লিখেছেন, ‘আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর আমি এসব সহ্য করে যাবো এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে, আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না।
এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য। এবং শেষে সাবিরার প্রেমিক আলোকচিত্রীকে (নির্ঝর সিনহা রওনক) উদ্দেশ্য করে লেখেন যে, আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।’

জানা যায় যে, দীর্ঘদিন ধরে সাবিরার সঙ্গে নির্ঝর সিনহা রওনকের গভীর প্রেমঘটিত সম্পর্ক চলছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সাবিরার প্রেমিক নির্ঝর সিনহা রওনক সাবিরার বাসায় গিয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কর্মরত ছিলেন। তথ্যসূত্র ও ভিডিও: www.bd24live.com

এখানে ক্লিক করে দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali