দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হয়তো এখনও এমন অনেকেই রয়েছেন, যারা সব অ্যাপ ব্যবহারের নিয়ম জানেন না। কম্পিউটারের হোয়াটস অ্যাপ ব্যবহার অনেকেই জানেন না।
জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ এখন থেকে ব্যবহার করতে পারবেন কম্পিউটার হতেও। উইন্ডোজ ৮ এবং ম্যাক অপারেটিং সিস্টেম ১০.৯ থেকে অনায়াসেই হোয়াটস অ্যাপ হতে সাধারণ মেসেজ পাঠাতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার পার্সোনাল কম্পিউটার হতে ব্যবহার করবেন হোয়াটস অ্যাপ।
এতোদিন কেবলমাত্র স্মার্টফোন হতেই হোয়াটস অ্যাপ ব্যবহার করা যেতো। তবে এখন থেকে কম্পিউটারের জন্য এসে গেছে হোয়াটস অ্যাপের ডেস্কটপ অ্যাপ।
কীভাবে করবেন?
প্রথমে https://www.whatsapp.com/download -এ ক্লিক করে অ্যাপটি ওপেন করুন। তারপর একটি QR কোড আসবে। সেটিকে এবার স্ক্যাণ করুন। ব্যস হয়ে গেলো। এখন থেকে কম্পিউটারেই হোয়াটস অ্যাপ ব্যবহার করুন।