দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যখন গরম থাকে তখন গরমের প্রচণ্ড তাপদাহে এক ফালি মিষ্টি আম নিয়ে আসে প্রশান্তি। নানা গুণে নানা জাতে আম ফলের রাজা। আম আমাদের জাতীয় ফল না হলেও নানা জাতের নানা আকৃতির আম এই দেশেই পাওয়া যায়। বলা হয়ে থাকে পাকা আমের তুলনায় কাঁচা আমের পুষ্টিগুণ বেশি। তবে পুষ্টিবিদরা বলে থাকেন পাকা হোক কাঁচা হোক যেভাবেই খাওয়া হোক না কেন তা আমাদের জন্য উপকারী।
বাংলাদেশে সাধারণত এই সময়টাতে কাঁচা আম এ বাজার ভরপুর থাকে। মূলত কাঁচা আম আমের আচার, তরকারিতে টক হিসাবে দেয়ার জন্য কেনা হয়। কাঁচা আমে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা ঠান্ডা জাতীয় রোগ প্রতিরোধ করে। কাঁচা আম শরীরের রক্ত পরিস্কার করতে সহায়তা করে।
এক নজরে আমের উপকারিতা:
• আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যানেমিয়ার সমস্যায় উপকারী
• ফাইবার সমৃদ্ধ হওয়ায় কনস্টিপেশন দূর করে
• কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
• শরীরে পটাশিয়ামের অভাব দূর করে
• শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে
• পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকায় এসিডিটি, মাসল ক্যাম্প, স্ট্রেস ও হার্টের সমস্যায় উপকারী
• ভিটামিন ‘এ’ সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখতে সাহায্য করে
• শরীরে কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে
• ভিটামিন-সি প্রচুর পরিমাণে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে
• গরমের সময় সর্দিতে আম উপকারী
• হজমের দুর্বলতা কমাতে সহায়ক
• কিডনির সমস্যায় সাহায্য করে
• এসিডিটি উপশমে ভালো কাজ করে
• আম দিয়ে শরবত তৈরি করে খেলে বেশ উপকার পাওয়া যায়
• আম পিপাসা মেটাতে সহায়তা করে।
• আম লিভার ভালো রাখে।
• ভিটামিন-সি প্রচুর পরিমাণে থাকায় আম ব্লাড ডিজঅর্ডারের সমস্যাতেও উপকারী।
• চোখের কর্ণিয়া নরম হয়ে যাওয়া, বিফ্রেকটিভ সমস্যায়ও আম উপকারী।
• আম যথেষ্ট পরিমাণে খেলে হেলদি এপিথেলিয়াম তৈরি হয়।
• সাইনাসের সমস্যা অনেকটা কমে যায়।
• আমে প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকে।
আম অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ হলেও অতিরিক্ত আম শরীরের জন্য ভালো নয়। গলার সমস্যাসহ অতিরিক্ত আম হজমে সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় কাঁচা আম খাওয়ার সময় আমরা অতিরিক্ত লবণ মরিচ মিশিয়ে খেয়ে থাকি। শরীরের জন্য অতিরিক্ত লবণ ক্ষতিকারক। পরে এই অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে বডি সিস্টেম এর ধকল পোহাতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফল খেতে হলে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে খাবেন। সদ্য কেনা ফল এ ফরমালিন থাকতে পারে। বাজারে পাওয়া বেশিরভাগ পাকা আমেই ফরফামিন থাকে। ফরমালিনযুক্ত আমে মাছি বসে না। আর তা দেখতে পাকা আমের মতন না দেখিয়ে অনেকটা সাদা আবরণের মত দেখায়। অনেক সময় পানিতে ধুলে এই সাদা আবরণের মত উঠে যায়। আমের পুষ্টিগুণ পেতে চাইলে কেমিক্যাল ফরমালিনমুক্ত আম খেতে হবে।
সোর্স: সমকাল
This post was last modified on জানুয়ারী ২৩, ২০২৫ 4:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোভিডকালে মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছিল। সেই সময় ভাইরাসে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জি ড্রিঙ্কের মতো শক্তিবর্ধক পানীয় খুব কম সময়ে ক্লান্তি কাটিয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির মাত্র এক সপ্তাহ পেরিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ সারাদেশে একযোগে শুরু হলো ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট…