দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে আশ্চর্য হচ্ছেন? তবে সত্যিই নিউজিল্যান্ডের ধূমপায়ীদের জন্য রীতিমতো এটি একটি দুঃসংবাদ। শীঘ্রই এক প্যাকেট সিগারেটের জন্য তাদের গুনতে হবে ৩০ নিউজিল্যান্ড ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকায় যা দেড় হাজার টাকারও বেশি!
সম্প্রতি নিউজিল্যান্ডের নতুন বাজেট পরিকল্পনায় জানানো হয়, ২০২৫ সালের মধ্যে দেশ হতে সিগারেটসহ তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৪ অর্থবছরে ধাপে ধাপে তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে। এ লক্ষ্য অর্জিত হলে এক প্যাকেট সিগারেটের জন্য নিউজিল্যান্ডের একজন ধূমপায়ীকে গুনতে হবে ৩০ নিউজিল্যান্ড ডলার (২০ মার্কিন ডলারের সমপরিমাণ)।
এ ছাড়া ২০১৯ সাল নাগাদ দূষণ সৃষ্টিকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকি বন্ধেরও পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। শুধু তা-ই নয়, এগুলোর ওপর করও বাড়ানো হবে বলে জানানো হয়েছে ওই পরিকল্পনাতে।