দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি এবার পর্দায় হাজির হবেন সাংবাদিকের ভূমিকায়। সৈকত নাসির পারিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রে টিভি চ্যানেলের সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি।
নানা রূপে সিনেমায় অভিনয় করেলেও সাংবাদিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করতে চলেছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই নায়িকা।
‘পাষাণ’ ছবিটিতে নায়িকা পরীমনির সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক সুমিত। আগামী ২৩ জুলাই হতে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হবে। ইতিমধ্যে ‘পাষাণ’র একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, ‘ঢাকা হতেই সিনেমাটির শুটিং শুরু হবে। জুলাইয়ের ২৩ তারিখ শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এরপর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হবে। আশা করছি, দর্শকের ভালো লাগার মতো একটি ছবি উপহার দিতে পারবো।’