দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছের প্রাণ আছে সেটি আগেই প্রমাণিত হয়েছে। তবে গাছ কাটলে রক্ত বের হয় এমন কথা আগে বোধহয় শোনা যায়নি। এবার এমনই একটি গাছের খোঁজ পাওয়া গেছে।
বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। আমরা সেটির প্রমাণও পেয়েছি। কিন্তু গাছের রক্তও থাকবে! বা কাটলে মানুষের মতো করে রক্ত বের হবে সেটি আমরা আগে কখনও শুনিনি। তবে অবাক করার বিষয় হলো এমনই এক গাছের সন্ধান পাওয়া গেছে, যেটি কাটলে রক্ত বের হয়।
আজব এই গাছটি অস্ট্রেলিয়ার মরু অঞ্চলের। সেখানে একধরণের গাছ রয়েছে যাদের গা বেয়ে রক্ত ঝরে। আর গাছটি কাটলে তো রক্ত বের হয় গলগল করে!
আজব এই গাছটির নাম Corymbia opaca, এই বিশেষ বৈশিষ্টের জন্য এই গাছটিকে ব্লাডউড বলা হয়। ৮ হতে ১০ মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছগুলি অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় দেখা যায়।
গবেষকরা বলেছেন, এই গাছ কাটলে যে রক্ত বের হয় সেগুলো আসলে এই গাছেরই কষ। প্রথম দর্শনে এই কষ দেখে সবার রক্ত বলেই মনে হবে। আফ্রিকার ড্রাগন গাছের কষও অনেকটা এমনই হয়।
দেখুন ভিডিওটি