The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশের আরও এক ছবিতে অভিনয় করবেন কোলকাতার দেব!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওপার বাংলার সাড়া জাগানো হিরো দেব। তিনি নাকি বাংলাদেশের একটি ছবিতে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।

dev02.

এমন অনির্ধারিত অনেক খবরই শোনা গেছে। তবে এবার একটু ব্যতিক্রম ভাবেই শোনা গেলো নতুন এক খবর, সত্যিই দেব বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন।

ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কোলকাতার ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে অভিনয় করতে চলেছেন কোলকাতার বর্তমান সময়ের হিট নায়ক দেব। নতুন এই ছবির নাম ‘চোখের জল’।

dev-01

‘চোখের জল’ ছবির কাজের বিষয়ে দেবের সঙ্গে চূড়ান্ত কথা সেরে ফেলেছে দুই প্রযোজনা সংস্থা। তবে নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। তবে দেবের বিপরীতে নায়িকা থাকবেন বাংলাদেশের কোনো নতুন মুখ। এ বছরের ২৭ ডিসেম্বর মাসে ছবির শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছেন দেব। এই ছবির শুটিং হবে এশিয়া-ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে- এমনটিই জানানো হয়েছে। তবে এর বেশি কিছু এখনও জানানো হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...