দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবে। এক বছর আগেই এই বিষয়ে রাজকীয় ডিক্রি জারি হলেও তা কার্যকর হলো গত সপ্তাহে।
এদিকে এই আইন জারির কারণে সিগারেট বিক্রির ওপরও বেশ কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে।
আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তির কাছে সিগারেট বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে জরিমানা কিংবা জেল হওয়ার শাস্তি রয়েছে। এই খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।
খবরে বলা হয়েছে, ধূমপান বিরোধী আইনটি কার্যকর হয়েছে গত ৬ জুন হতে। এই আইনের লঙ্ঘন হলেই জরিমানা ও অন্যান্য শাস্তি হতে পারে।
বলা হয়েছে, নতুন এই আইনে ৮টি প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে ধর্মীয় স্থানের আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, খেলাধুলা করা হয় এমন স্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক এবং দাতব্য প্রতিষ্ঠান রয়েছে।
আরও বলা হয়, কর্মক্ষেত্র, বেসরকারি কর্মপ্রতিষ্ঠান, সরকারি অফিস, কারখানা, ব্যাংক এবং সর্বজন পরিবহনেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আরও বলা হয়, যেসব কারখানায় খাদ্য, পানীয় তৈরি হয় এবং প্রক্রিয়াজাত করা হয় সেখানেও ধূমপান নিষিদ্ধ। এর আওতায় আরও রয়েছে ওয়্যারহাউজ, এলিভেটর, বিশ্রামকক্ষও।
যদি কোনো প্রকাশ্য স্থানে ধূমপান করা হয় তাহলে সেখানকার প্রধানকে নিশ্চিত করতে হবে যে ওই স্থানটিতে লোকজন নেই এবং সেখানে ১৮ বছরের কম বয়সী কারো যাতায়াতও নেই।
এ ছাড়া তামাকজাত পণ্য বিক্রি কমিয়ে আনার জন্য আরও নতুন ৮টি প্রস্তাবনাও আনা হয়েছে ওই আইনে। সিগারেটের আদলে তৈরি কোনো খেলনা বা চকলেট বিক্রি করা যাবে না উল্লেখ করে ওই ৮টি ধাপে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে।
আইনেপর লঙ্ঘনকারী প্রতিবার একজন ধূমপায়ীকে জরিমানা হিসেবে ২০০ রিয়াল গুণতে হবে।