দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান লারকিনস নামে ২৫ বছর বয়সী এক যুবকের হৃৎপিণ্ড হঠাৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর চিকিৎসকরা তাকে কৃত্রিম একটি হৃৎপিণ্ড ব্যবহার করে বাঁচিয়ে রেখেছেন যেটি ছিল দেহের বাইরে!
এই কৃত্রিম হৃৎপিণ্ডটি শুধু তার শরীরেই স্থাপিত হয়নি, এটি বেশ বড় একটা যন্ত্র, যার একাংশ ব্যাকপ্যাকে করে তাকে বহন করতে হয়। যে যন্ত্রটি ব্যবহার করছেন তার নাম সিনকার্ডিয়া’স ফ্রিডম পোর্টেবল ড্রাইভার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এটি অনুমোদিত।
এই কৃত্রিম হৃৎপিণ্ডটি নিয়ে তিনি দিব্যি সুস্থ জীবনযাপনই করছিলেন। এভাবে দীর্ঘ ১৮ মাস তিনি সুস্থও ছিলেন। এরপর তার হৃৎপিণ্ড প্রতিস্থাপিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকরা তার এ হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন।