দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবি ‘আশিকী’ দিয়ে নুসরাত ফারিয়া ঢালিউডে পরিচিতি পান। এবারের ঈদে একুশে টিভিতে দেখা যাবে নুসরাত ফারিয়ার ‘আশিকী’।
সে সময় ছবিটি মুক্তি পাওয়ার পর সারাদেশে ১০৫টি সিনেমা হলে মুক্তি পায়। যে কারণে নায়িকা হিসেবে দ্রুতই পরিচিতি পান তিনি। বিশেষ করে হিন্দি ছবিতে অভিনয়ের অফার পাওয়ার খবরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কোলকাতার অঙ্কুশ। যৌথ প্রযোজনার এই ছবি এবারের ঈদে দেখানো হবে একুশে টেলিভিশনে।
সংবাদ মাধ্যমকে নুসরাত ফারিয়া বলেছেন, ‘ঈদে এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার। ঈদের দ্বিতীয় দিন ছবিটি একুশে টেলিভিশনে দেখানো হবে। বিষয়টি যেদিন যেনেছি সেদিন থেকেই মনটা ভালো হয়ে গেছে। অনেক খুশি লাগছে। গত বছর কোরবানির ঈদের এই ছবিটি এক বছর পর এই ছবি একুশে টেলিভিশনে দেখানো হচ্ছে।’
ছবির মান নিয়ে ফারিয়া বলেছেন, ‘এক সময় বাংলা ছবি নিয়ে মানুষ ব্যঙ্গ করে কথা বলতো। আমি যখন ছবিতে কাজ করার চিন্তা করলাম, তখন আমার অনেক বন্ধুরা হাসাহাসি করেছে। তবে আমি বিষয়টিকে পাত্তা দেইনি। বাংলাদেশের ছবি বর্তমানে অনেক এগিয়ে গেছে। এখন বিশ্বমানের ছবি নির্মাণ হচ্ছে। আমার মনে হয় টিভিতে দেখানোর কারণে এখন যারা হলে এসে ছবি দেখেন না তারা আসলে বুঝতে পারবেন তারা কী হারাচ্ছেন। এতে করে হলে দর্শক সংখ্যা বাড়বে।’