দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা আগে শোনা যায়নি। তাই বলে কুলি পদের জন্য এমফিল-পিএইচডি, স্নাতকোত্তর পাস করে আবেদন? এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
ভারত নয়, আমাদের দেশেও একটি পিয়নের চাকরি জন্য অনেক ছেলে স্নাতকোত্তর পাস করে আবেদন করে- এমন নজরি রয়েছে। তারপরও তাদের ভাগ্যে সরকারি চাকরি জোটে না।
ভারতে সরকারি চাকরি কুলির পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছিল ক্লাস ফোর পাস। তবে আবেদনপত্র দেখে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।
সেখানে এই কুলির চাকরি পাওয়ার জন্য ৫ জন এমফিল, ২৫৩ জন স্নাতকোত্তর, ৯ জন স্নাতকোত্তর ডিপ্লোমা ও ১০৯ জন ডিপ্লোমাধারী ব্যক্তি আবেদন করেছেন! মোট ৯৮৪ জন স্নাতক ডিগ্রিধারী আবেদন করেছেন এই কুলি পদের জন্য!
জানা গেছে, মোট ৫টি পদে নিয়োগ দেওয়া হবে। অথচ এতে আবেদন করেছেন মোট ২ হাজার ৪২৪ জন।