The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

টেলিফিল্ম ‘তোমায় দিলাম পৃথিবী’ ঈদের ৩য় দিন বিকাল ৫ টায় দীপ্ত টিভিতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তন্ময় তানসেনের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘তোমায় দিলাম পৃথিবী’ ঈদের ৩য় দিন বিকাল ৫ টায় প্রচারিত হবে দীপ্ত টিভিতে।

Telefilm Tomai Dilam Prethibi

কাহিনী সংক্ষেপ:

২০ বছর পর দেশে ফেরে আবির। গন্তব্য ২০ বছর আগের ফেলে যাওয়া ঠিকানা যেখানে সে জন্মেছিলো। মাঝপথে বাস নষ্ট হয়ে যাওয়ায় বেশ কিছুদুর পথ হেটে যেতে হচ্ছে তাকে। অনেক গাড়ি থামাবার চেষ্টা করেছে সে, লাভ হয়নি। শেষ মোটামটি আক্রমনাত্মক ভঙ্গিতে একটি গাড়ি থামায় সে। ড্রাইভিং সিটে সুন্দরী একটি মেয়ে। মোটামুটি বাধ্য হয়েই লিফট দেয় আবিরকে। শহরে পৌছে দেয়। সুন্দরী মেয়েটির নাম জয়ি। সকাল হতেই দেখে আবির তাদের বাড়ীর নিচে দাঁড়ানো। ভয় পেয়ে যায় সে। তাড়াতাড়ি নিচে নেমে আবিরকে বেশ কড়া কথা বলে, বলে চলে যেতে। আবির জানায় সে তার বাবার সাথে দেখা করতে এসেছে। আতকে উঠে জয়ী। আবির কথা বলে জয়ির বাবার সাথে। জানায় ২০ বছর আগে তার বাবার কাছ থেকে এই বাড়িীটা কেনা হয়েছিলো। এখন সে ওপেন চেকে বাড়িটা কিনতে চায়। অবাক হয়ে যায় জয়ির বাবা। আবির জানায় গত বছর এক প্লেন ক্রাশে তার বাবা মা মারা যান। লন্ডনে এখন আর তার কেউ নেই। তাই বাকিটা জীবন সে তার জন্মস্থলে কাটাতে চায়। জয়ির বাবা স্পষ্ট জানিয়ে দেয় না। আবির জানায় সে আবার আসবে। পরদিন সকালে বাড়ির সামনে অবস্থান নেয় আবির। তাবু টানিয়ে থাকা শুরু করে।

Telefilm Tomai Dilam Prethibi-2

গল্প এগুতে থাকে, দ্বন্দ্ব বাড়ে, বাড়ে ঘৃনা। ঘৃনার আড়ালে জন্ম নেয় দুটো মানুষের ভালোবাসা..।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...