দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি এমন কথা শোনেন, কারাগারে এফএম স্টেশনের কয়েদিরা আরজে! তাহলে অবাক হবেন। তবে ঘটনাটি সত্যি।
জেলের মধ্যেই এফএম রেডিও স্টেশন খোলার উদ্যোগ নিতে চলেছে ভারতের ঠানে সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ! তবে কারাগারে স্থাপিত এফএম স্টেশনে রেডিও জকি হিসেবে কাজ করবেন জেলের কয়েদিরাই!
সম্প্রতি ঠানে সেন্ট্রাল জেল পরিদর্শনে গিয়েছিলেন ঠানের বিশিষ্ট গান্ধীবাদী নেতা একনাথ সিন্ধে। জেলের সুপার হীরালাল যাদব তাকে ওই এফএম স্টেশন খোলার তথ্য দেন। আগামি মাসেই চালু হবে ওই এফএম স্টেশন। জেল কর্তৃপক্ষ অমিতাভ বচ্চনকে এনে ওই রেডিও স্টেশন উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের।
হীরালাল যাদব জানিয়েছেন, মূলত জেলের কয়েদিদের দিকে নজর রেখেই অনুষ্ঠানসূচি সাজানো হবে। ওই এফএম এর অনুষ্ঠান রাজ্যের অন্যান্য জেলের কয়েদিরাও শুনতে পারবেন। প্রতিটি অনুষ্ঠানে ২ জন করে কয়েদি রেডিও জকি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই অনুষ্ঠানের মধ্যেদিয়ে নিজেদের কথা অন্যান্য কয়েদিদের কাছে পৌঁছাতে পারবেন বলে মনে করছে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষ।