দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৪ জুলাই ২০১৬ খৃস্টাব্দ, ২০ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ২৮ রমজান ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
ডোবায় মাছ ধরার এক অকৃত্রিম দৃশ্য এটি। আমাদের গ্রামের মানুষগুলো এভাবেই খালে-বিলে মাছ ধরে। চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য।
আমরা ছোটবেলায় এভাবে মাছ ধরেছি। নীচু বিলে (যেসব স্থানে বর্ষায় পানি থৈ থৈ করে আবার বর্ষা চলে গেলে ফসল ফলে) মাছ ধরার এক অন্যরকম ঐতিহ্য রয়েছে। একটি গর্ত করা হয়। আর সেই গর্তে পানির সঙ্গে ছোট ছোট দেশীয় মাছ আছে। আর গর্তের মধ্যে নেটের ছোট্ট জাল অথবা ঝাঁজর (যা দিয়ে মুড়ি ভাজা হয়) রাখা হয়। গর্ত হতে পানি ছাকা হয় ক্রমান্বয়ে। আর মাছ এসে সেই জাল কিংবা ঝাঁজরে এসে পড়ে। এভাবেই মাছ ধরা হয়। সত্যিই এক সনাতন পদ্ধতি বটে! আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ছবি: www.youtube.com -এর সৌজন্যে