দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মরণকালের ঘটে যাওয়া গুলশানের সন্ত্রাসী ঘটনায় নিহত ৭ জাপানির মধ্যে ৬ জনই ছিলেন মেট্রোরেল প্রকল্পের পরামর্শক।
আজ (রবিবার) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহনমন্ত্রী ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘তাঁরা বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কর্মরত ছিলেন, তাঁদের জীবন প্রদীপ অকালেই নিভে গেছে। মেট্রোরেলের এমআরটি লাইন ৫ এবং ১-এর সম্ভাব্যতা যাচাই করতে এসেছিলেন তাঁরা। তবে এই ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেছেন, গুলশানের এই হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি অংশ। এটি জাপান সরকারও জানে। তারা অবশ্যই এর বাস্তবতা উপলব্ধি করবেন। আজ জাইকার প্রতিনিধি দলও ঢাকায় এসে পৌঁছেছে। তাঁদের সঙ্গে আলোচনা করবে সরকার।’