The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তুরকি শহরের ইস্তানবুলে অবস্থিত হাগিয়া সোফিয়া মসজিদ ও জাদুঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৮ জুলাই ২০১৬ খৃস্টাব্দ, ২৪ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Hagia sophia mosque

যে ছবিটি দেখছেন সেটি তুরকি শহরের ইস্তানবুলে অবস্থিত হাগিয়া সোফিয়া মসজিদ ও জাদুঘর।

এটি ইউরোপের একটি শহর সুলতানাহমেত অংশে ইস্তানবুলে অবস্থিত। সুলতানাহমেত হতে এই যাদুঘরে পায়ে হেঁটেই যাওয়া যায়। আন্তর্জাতিক বিমানবন্দর হতে ইস্তানবুল মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

হাগিয়া সোফিয়া জাদুঘরটি সপ্তাহে শুধুমাত্র সোমবার বন্ধ থাকে। বছরে শুধু রমজানের প্রথম দিন এবং ঈদ-উল-আযহা এর দিন যাদুঘরটি বন্ধ থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...