The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ভারত জাকির নায়েককে নিষিদ্ধ করতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অনুরোধ পেলে ইসলামী চিন্তাবিদ, বক্তা এবং লেখক জাকির নায়েককে ভারত নিষিদ্ধ করার কথা ভাবতে পারে এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু।

Zakir Naik India may ban

অভিযোগ রয়েছে, এই ইসলামী চিন্তাবিদের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে।

গুলশান হামলার হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের মতো বিতর্কিত ইসলামী চিন্তাবিদের বক্তব্য অনুসরণ করতেন বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট হতে বেশ কিছু তথ্য মিলেছে বলে জানা যায়।

কিরেন রিজ্জু গত বুধবার বলেন, ভারতে ‘আন ল’ফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’ নামের একটি আইনও রয়েছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা সম্ভব।

কিরেন রিজ্জু বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা নিষিদ্ধ করতে পারি ওই আইনের আওতায়। তবে ওই আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা এ পর্যন্ত নেওয়া হয় নি।’

কিরেন রিজ্জু বলেন, ‘যেহেতু বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিকে ভারত সব সময় ‘সর্বোচ্চ’ গুরুত্ব দিয়ে থাকে, সেহেতু ভারত ব্যক্তির বিরুদ্ধেও ওই আইন ব্যবহারের কথা ভাবতে পারে।’

কিরেন রিজ্জু বলেন, ‘আমরা যদি ঢাকা হতে অনুরোধ পাই, তাহলে জাকির নায়েককে নিষিদ্ধের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গেই তা বিবেচনা করবো।’

যেসব মাধ্যমে এ ধরনের ধর্মীয় উগ্রবাদের প্রচার হচ্ছে, সেগুলো পর্যালোচনা করার কথাও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে বলে জানিয়েছেন রিজ্জু।

কিরেন রিজ্জু বলেন, ‘তাদের ঠেকানোর ব্যবস্থা আমাদের করতে হবে। প্রয়োজনে সেগুলো আমরা বন্ধ করে দেবো।’

উল্লেখ্য, আরবি ভাষাভাষীদের বাইরে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি হলেন এই ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। নিজের প্রতিষ্ঠিত পিস টিভিতে তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যে আলোচনা করেন, তা বাংলাদেশের মানুষের কাছেও বেশ পরিচিত। ইসলামের যে ব্যাখ্যা তিনি বক্তৃতায় দেন, তা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়ে থাকে।

জানা গেছে, ভারতের মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করা জাকির আবদুল করিম নায়েক চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী। ৪৭ বছর বয়সী এই সুবক্তা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পিস টিভি ওই ফাউন্ডেশনেরই একটি প্রতিষ্ঠান।

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ। শুধু তাই নয়, মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের কোনো অনুমতি নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali