The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আপডেট নিউজ: শোলাকিয়ায় নিহতের সংখ্যা ৪

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের খুব নিকটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ও গুলির ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

Death toll solakiyaya 4

এই ঘটনায় পুলিশসহ নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে চারে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে বেশির ভাগই পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুজনের মধ্যে একজন পুলিশের কনস্টেবল। তার নাম জহিরুল হক (৩৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আরেকজন হামলাকারী হতে পারে বলে পুলিশ ধারণা করছে। নিহত বাকি দুজনের মধ্যে একজন পুলিশ এবং একজন নারী।

Death toll solakiyaya 4-2

র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প সূত্র বলছে, ঘটনাস্থলে ঝর্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত পুলিশ সদস্য আনসারুল্লাহ ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

হামলাস্থল হতে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাছাড়াও গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

Loading...