The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মৌসুমী ওমর সানীর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওমর সানীর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মৌসুমী। একাত্তর টিভির ‘সেলিব্রেশন লাউঞ্জ’ অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই তারকা দম্পতি।

Omar Sunny -Mousumi

ওই অনুষ্ঠানে মৌসুমী বলেন, ‘আমার প্রকৃতপক্ষে সিদ্ধান্ত নেওয়ার কোনো সাহস ছিলো না। সে কারণেই সানী যখন প্রেমের প্রস্তাব দিয়েছিলো তখন আমি না বলেছিলাম। সে কারণে সানী আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, কথাও বলে না। এমনকি আমার সঙ্গে সিনেমা করবে না বলেও জানায়। তখন নিজের কাছে খুব খারাপ লাগতো। এরমধ্য দিয়েই প্রেম হয়ে যায়। এরপর একসঙ্গে আছি দুই দশকেরও বেশি সময় ধরে।’

Omar Sunny -Mousumi-3

এই দম্পতি বলেছেন, বিভিন্ন সময় তারকাদের নিয়ে স্ক্যান্ডালের খবর প্রকাশিত হয়। এসব খবরে ওমর সানী-মৌসুমীর দাম্পত্য জীবনে কখনও কোনো প্রভাব পড়েনি। এমনটি জানিয়ে ওমর সানী বলেছেন, ‘আমরা দুজন-দুজনকে খুব ভালোভাবেই বুঝি। যখন কোনো নেতিবাচক খবর প্রকাশিত হয় তখন সে বিষয়ে নিজেদের মধ্যে কথা বলি। পারস্পরিক বিশ্বাসই আমাদের ভালোবাসার শক্তি।’

Omar Sunny -Mousumi-2

ওমর সানী ও মৌসুমী এই প্রজন্মের অভিনেতাদের তারকা না হয়ে শিল্পী হওয়ার পরামর্শ দেন। দেশকে ভালোবাসার জন্যও বলেছেন তারা।

উল্লেখ্য, ‘সেলিব্রেশন লাউঞ্জ’ অনুষ্ঠানটি গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় একাত্তর টিভিতে প্রচারিত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...