দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্র নায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন গত ২৫ মে। তবে বিয়ের অনুষ্ঠান জমকালোভাবে করতে পারেননি বলে আক্ষেপ ছিলো। তাই নতুন করে আরেকটি বিয়ের অনুষ্ঠান হতে চলেছে।
ঢালিউডের নায়িকা মাহিয়া মাহি। ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তাই আত্মীয়স্বজনদের মধ্যে ক্ষোভ ছিলো। সেই ক্ষোভ নিরসন করতে আবারও বিয়ের অনুষ্ঠানে আয়োজন করতে যাচ্ছেন হালের বাংলাদেশের চলচিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
আগেই তিনি কথা দিয়েছিলেন। সেই কথা রাখতে ২০ জুলাই রাতে সম্পন্ন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে বন্ধু ও স্বজনদের হাতে হাতে পৌঁছে গেছে মাহির বিয়ের নিমন্ত্রণপত্র।
পাত্র পারভেজ মাহমুদ অপু ও পাত্রী শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। তাদের বিয়ে উপলক্ষে ২০ জুলাই বুধবার রাতে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকার একটি বিশাল কনভেনশন সেন্টারে।