The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর চলচ্চিত্র নিয়ে নতুন ভাবনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীর মনে নতুন একটি বাসনার উদ্ভব ঘটেছে। আর তা হলো চলচ্চিত্রে অভিনয় করা। যদিও এই ঈদে তার অভিনীত প্রথম ছবি ‘রানা পাগলা-দ্যা মেন্টাল’ মুক্তি পেয়েছে।

porshi

ছবিটি বেশ ভালোই ব্যবসা করেছে। আর তাইতো মানসম্মত চিত্রনাট্য এবং গুণী নির্মাতা পেলে বাণিজ্যিক ছবিতেও নিয়মিত অভিনয় করার পরিকল্পনা নিতে চলেছেন বর্তমান সময়ের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

শুধু তাই নয়, নিজের চরিত্রের সঙ্গে মানানসই গল্পের নায়িকা হওয়ার জন্য রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছেন পড়শী। ‘রানা পাগলা-দ্যা মেন্টাল’ ছবিতে একটি গানে পড়শী সঙ্গীতশিল্পী চরিত্রে অভিনয় করেন। সেখানে নেচেছেন শাকিব খানের সঙ্গে। বছরের বড় চমক ছিল বিগ স্টার শাকিবের সঙ্গে পড়শীর এই নতুন রসায়ন।

পড়শী বলেছেন, ‘সিঙ্গেল ট্র্যাক আসছে বেশকিছু। একটা মিউজিক ভিডিওরও প্ল্যান করছি অন্যভাবে। এই প্রথম ফোক গান গাইছি। গানটির সঙ্গীত আয়োজন করবেন জুয়েল মোর্শেদ।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...