The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আজ রয়েছে এক ‘সিংহ মানব’ কাহিনী! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বন্য প্রাণীদের লালন-পালন করতে ভালো বাসেন। তবে এমন এক ব্যক্তি রয়েছেন যিনি হিংস্র জন্তু সিংহকে বশ করেছেন!

lion man story

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ বিড়াল, কুকুর ও পাখিসহ অন্যান্য নিরীহ পশু-পাখি পালন করে থাকেন। খুব কমই দেখা যায় হিংস্র প্রাণী পালন করতে।

তবে আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে বাঘ, কুমির, সিংহ ইত্যাদি সব হিংস্র প্রাণীর সঙ্গেই যেনো মানুষের বসবাস। তাই সেই মানবকে বলা হচ্ছে, ‘সিংহ মানব’।

তবে মানুষের সঙ্গে সিংহের বন্ধুত্ব খুব কমই দেখা যায়। তাও আবার একটি দুটি নয়, ৫/৬ টি বিশালাকার সিংহের সঙ্গে! সেই সিংহগুলো কখনও তার কোলবালিশ হচ্ছে, কখনও তার গালে চুমু দিচ্ছে। সিংহের সঙ্গে তার সময় কাটানোর মুহূর্তগুলো দেখলে আপনিও বিস্মিত হবেন। এই সিংহগুলো তার সঙ্গে কামড়-কামড় খেলাও করে। এই সিংহগুলো ওই ব্যক্তির পাল্লায় পড়ে কী তাহলে বিড়াল হয়ে গেছে?

নিজ চোখেই দেখুন না সেই কাহিনী

Loading...