The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মৃত্যু নিয়ে সেলফিপ্রজন্মের এ কী ধরনের তামাশা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে শেষ পর্যন্ত মানুষের মৃত্যুও বাদ দিলো না সেলফিপ্রজন্ম! এই প্রতিবেদনটি দেখলে বুঝতে পারবেন।

P-1

বর্তমান প্রজন্মের মধ্যে সেলফি এমনভাবে আষ্টে-পৃষ্টে বেঁধে ফেলেছে যে, নৈতিকতাও যেনো আমরা ভুলে যেতে বসেছি। হাসপাতালে মুমূর্ষু অবস্থা হোক, আর কবরস্থানে মৃত ব্যক্তি হোক সবখানেই এই সেলফি আমাদের আষ্টে-পৃষ্টে বেঁধে ফেলেছে! এর থেকে আমাদের মুক্তি দরকার। আজকের এই প্রতিবেদনটির ছবিগুলো দেখলে আপনিও হয়তো আমাদের সঙ্গে একমত হবেন।

সেলফি তুলতে গিয়ে মুত্যুও হচ্ছে। ভাই তার ছোট বোনকে কবরে রেখে তুলছে সেলফি, ছেলে তার জন্মদাতা বাবার লাশ কাঁধে নিয়েও তুলছেন সেলফি। দাদার মৃত্যুর পর মন খারাপ হওয়ার পরিবর্তে একগাল হেসে লাশের সঙ্গেও তোলা হচ্ছে সেলফি।

মাত্র কিছুদিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন। সেই ছবি ফেসবুকে আপলোড করেছেন লাশ কাঁধে রেখেই। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আমি ও আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি, সবাই দোয়া করবেন।’

আজ দেখুন এমন তামাশাপূর্ণ কয়েকটি সেলফি:

P-2মায়ের জন্য খোড়া কবরের পাশে সেলফি

P-3নামাজ পড়া ও কবর জিয়ারতের সময় সেলফি

P-4মৃত ব্যক্তির সঙ্গে স্বপরিবারের সেলফি

P-5মৃত বোনের কবর দেওয়ার সময় সেলফি

P-1মৃত নানার সঙ্গে নাতিদের ও ইন্দোনেশিয়ায় কবর জিয়ারত করতে গিয়ে সেলফি

Loading...