দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের টিভি নাটকে অহনার ক্যারিয়ার দীর্ঘদিনের। এবার অহনা’স ইভেন্ট নামে ব্যবসাতেও নেমেছেন তিনি। তবে সমালোচকরা বলছেন, অহনার মন এখন বিয়েতেও?
জনপ্রিয় টিভি অভিনেত্রী অহনা এতোদিন অভিনয় করছিলেন মন দিয়ে। মাঝে সুযোগ বুঝে ঢুঁ মেরেছেন চলচ্চিত্রেও। তবে ইদানিং অহনা শুধু অভিনয় নয়, ক্যারিয়ার হিসেবে ব্যবসার কথাও ভাবছেন। ভাবছেন কেনো! ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন।
অহনা এবার ঝুঁকেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়। এ মাসেই শুরু হয়েছে অহনার এই নতুন ব্যবসা। অহনার নতুন ব্যবসা প্রতিষ্ঠানের নাম অহনা’স ইভেন্ট। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান হতে তিনি নাকি বেশকিছু ইভেন্ট শেষও করেছেন।
সংবাদ মাধ্যমকে অহনা বলেছেন, শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট নয়, তার মাথায় নাকি ঘুরছে বিউটি পার্লার করার চিন্তাও! উত্তরায় একটি বিউটি পার্লারটি চালু করবেন খুব শীঘ্রই।
অহনা তার ব্যবসায় যুক্ত হওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি শিল্পীদের শিল্পকর্মের সঙ্গে সঙ্গে অন্যকিছুও করা উচিত। এতে করে স্বাবলম্বী হওয়া যায়। তাছাড়া আমার এখনও বিয়ে হয়নি। বিয়ের পর যদি শ্বশুর বাড়ি হতে আমার অভিনয় নিয়ে আপত্তি থাকে, তাহলে এই ব্যবসা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারবো।’
তবে কবে বিয়ে করছেন বা পাত্র কে- সে সব বিষয়টি অহনা এড়িয়ে গেছেন। তবে অহনার কথার ধরণে বোঝা যাচ্ছে, তার মাথায় নিশ্চয়ই বিয়ের পরিকল্পনা রয়েছে।
This post was last modified on জুলাই ২৮, ২০১৬ 11:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে ছুটিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে মহিলা জানিয়েছেন, তার স্বামী ১১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা চারপাশের নানা ঘটনার কারণে বিভ্রান্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনগণকে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ইউনিয়ন পর্যায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপাকের গতি বাড়ানোর মূল কার্যকরী পন্থাগুলোই হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া,…