The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক ব্যতিক্রমি ‘প্রেম, অতঃপর’ নাটকে সাবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেম, বিয়ে, সংসারের মতো সাধারণ ঘটনা থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী একটি গল্পের নাটকে অভিনয় করেছেন সোহানা সাবা। নাটকটির নাম ‘প্রেম, অতঃপর’।

One exception drama and Saba

সম্প্রতি এই নাটকটির কাজ শেষ হয়েছে। মুরাদ পারভেজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রিন্টু পারভেজ।

‘প্রেম, অতঃপর’ নাটকটি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমরা কিছুদিন আগে রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ এবং সিটি এফএমের স্টেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করি। এই নাটকের গল্পে মূল চরিত্রই সাবা। সাবার চরিত্রের নাম দিপা।

One exception drama and Saba-2

‘প্রেম, অতঃপর’ নাটকটির কাহিনীতে দেখা যায়, আত্মহত্যা করতে যান দিপা। হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে তুলে নেয়। এরপর তাকে এক রেডিও স্টেশনের হটসিটে আনা হলো। তারপর তিনি আত্মহত্যা করতে যাওয়ার কারণ বলতে থাকলে এক এক করে বেরিয়ে আসে নানা ধরনের কাহিনী। নাটকটি সকলেই পছন্দ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...