দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই আশ্চর্যজনক গাছ এগুলো। নানা ভঙ্গি প্রকাশ পায় এসব গাছে। দেখে সত্যিই আশ্চর্য হতে হয়।
সৃষ্টির শুরু থেকে আমাদের মাঝে এমন গাছ এসেছে। বিভিন্ন সময় এসব গাছের সন্ধান মিলেছে। যেসব গাছ দেখলে অবাক না হয়ে পারা যায় না।
আবার কিছু গাছ আমরা দেখেছি যেগুলো মানুষ খেকো হিসেবে পরিচিত। তবে বেশির ভাগ গাছ মানুষের জন্য উপকারী। গাছের কাঠ থেকে শুরু করে এর লতা-পাতাও মানব দেহের জন্য নানা উপকার করে থাকে। গাছের নির্যাস বা শেকড় পর্যন্ত মানব দেহের জন্য বড়ই উপকারী।
দেখুন আশ্চর্যজনক গাছগুলোর ভিডিও
https://www.youtube.com/watch?v=aJCUBUPv1CU