দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নায়ক থেকে গায়কের নতুন পরিচয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এক গানে! এর শিরোনাম ‘অনেক সাধনার পরে’।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘নিয়তি’ নামে একটি ছবিতে এ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে। ছবির প্রচারণার জন্য এই গানটির কিছু অংশ গেয়েছেন আরিফিন শুভ! এই গানটির জন্য ফিমেল ভয়েজও প্রয়োজন। সে কারণে জাজের ফেসবুকে সম্প্রতি এক পোস্টও দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরিফিন শুভ গণমাধ্যমকে বলেছেন, ‘নিয়তি’ ছবি মুক্তির আগে একজন ফিমেল ভয়েজ খুঁজছি আমরা। যে এই ছবির প্রচারণার ক্যাম্পেইনের অংশ হিসেবে আমার সঙ্গে এই গানটি গাওয়ার সুযোগ পাবেন। আমার সঙ্গে এই গানটি গাইতে চাইলে গানটি রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে। নির্বাচিত একজন আমার সঙ্গে এই গানটি গাওয়ার সুযোগ পাবেন। তবে এটি অনেক ইন্টারেস্টিং একটি বিষয়। আমি এই বিষয়টি ভীষণ উপভোগ করছি। জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে এই গানটি পাঠানোর নিয়মও জানিয়ে দেওয়া হয়।