দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু ইলেকট্রনিক ডিভাইসই নয়, সবকিছুতেই স্ক্রুর ব্যবহার রয়েছে। তবে এবার আবিষ্কার হয়েছে এমন একটি ড্রাইভার যা দিয়ে যে কোনো স্ক্রুই খোলা যাবে!
আমরা জানি এক একটি স্ক্রু খুলতে এক এক সাইজের ড্রাইভার প্রয়োজন পড়ে। তবে এবার এমন একটি স্ক্রু ড্রাইভার আবিষ্কার করা হয়েছে যা দিয়ে আপনি যে কোনো সাইজের স্ক্রু খুলতে পারবেন।
এই কমন ড্রাইভারটির নাম দেওয়া হয়েছে ‘টিনি মেটাল কিউব’। ফ্লেভিউ পেলেগরিনো নামে জনৈক প্রকৌশলী এই নতুন ধরনের ডিভাইসটি উদ্ভাবন করেছেন। রুবিক্সের একটি স্ক্রু দেখে তিনি এই ডিভাইসটি বানানোর উদ্যোগ নেন।
এ ড্রাইভারটি মিলিটারি গ্রেডের টাইটানিয়াম দিয়ে বানানো হয়েছে। যার কারণে এতে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই। এই বিশেষায়িত যন্ত্রটিতে ৫টি ঘাট রয়েছে। এতে পয়সা ব্যবহার করার জন্যও রয়েছে একটি ঘাট। এই ডিভাইসটি আবার সহজেই পকেটে বহন করা যায়।
এতো সুযোগ সুবিধার এই নতুন কিউবটির মূল্য মাত্র ২৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী মুদ্রায় দাঁড়াচ্ছে ২ হাজার ২৬২ টাকা।
দেখুন ভিডিওটি