অধিনায়কত্ব ছেড়ে দেবো বলাটা ছিলো ভুলঃ মুশফিক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দ্রুত সিদ্ধান্তের ভেতর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়াটা ভুল ছিলো বলে স্বীকার করেছেন মুশফিকুর রহিম। সেই সাথে তিনি আরও বলেন, অধিনায়ক পদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনঃনিয়োগ দেয়া পর্যন্ত নিজ দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাবেন।


গত ৮ই মে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর মুশফিক তার সতীর্থ এবং মিডিয়ার সামনে বলেছিলেন, জিম্বাবুয়ে সফরের পর তিনি আর বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন না। তবে গত রোববার ঘরের মাঠ বলে পরিচিত বুলাওয়েতে দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ ৩৪ রানের কাঙ্ক্ষিত জয় পেলে মুশফিক আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। সেই সাথে দলের টিমওয়ার্ক নিয়ে করা আগের অভিযোগ থেকেও সরে আসেন।

“ঘোষণা দেবার পর আমার মনে হয়েছে আমি ভুল করে ফেলেছি, আমার উচিত ছিলো যারা (বিসিবি) আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, তাদের সাথে আলোচনা করে তারপরই কোনো সিদ্ধান্ত জানানো।” মুশফিক আরও বলেন, “বিসিবি থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে, দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা আমাকে অনুরোধ করেছে। আমি এখনই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখন তাদের উপর বাকিটুকু নির্ভর করছে।”

“টিমওয়ার্ক নিয়ে নয়, আমি আমার আবেগের বশে এই কথা তখন জানিয়েছিলাম। ওই সময় বরং দলের বাকিদের সাহস জোগাতে কাজ করে যাওয়ার কথা আমার। কিন্তু আমি করেছি উল্টোটা। কোনো খেলোয়াড়েরই উচিত নয় ওই সময় পিছুটান দেয়া, এটা আমার ভুল হয়েছে। এবং আমার সতীর্থরাই আমাকে সমর্থন ও উৎসাহিত করেছে, আমি তাদের নিয়ে গর্বিত। ভবিষ্যতে আমরা এভাবেই সকল বাধা অতিক্রম করবো।”

জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে ৩৩৫ রানের হার মুশফিক বাহিনীকে বড়সড় একটা ধাক্কা দেয়, দ্বিতীয় টেস্টে ১৪৩ রানের জয় পেয়ে সেই ক্ষতে প্রলেপ দেয় বাংলাদেশ। ওডিআই সিরিজে প্রথম ওয়ানডেতে ১২১ রানের বড় জয় দলকে চাঙ্গা করে তুললেও এরপর টানা দুটো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ফলে সিরিজে এগিয়ে থেকেও ২-১ এ সিরিজ হেরে যায় বাংলাদেশ।

Related Post

চার সপ্তাহ আগে যে প্রত্যাশা নিয়ে জিম্বাবুয়ে সফর শুরু হয়েছিলো সেটি পূরণ না হওয়ায় বেশ হতাশা প্রকাশ করলেন মুশফিক। তিনি বলেন, “আমরা হতাশ, কারণ এর চেয়ে অনেক বেশী ভালো ফলাফল প্রত্যাশিত ছিলো আমাদের। কিছু জিনিস(আম্পায়ারিং) একদমই আমাদের পক্ষে যায়নি, সেই সাথে যোগ হয়েছে আমাদের কিছু গুরুতর ভুল। এতো কিছুর পরেও আমাদের উচিত ছিলো সর্বশেষ ওডিআই জেতা, কিন্তু মাঠে আমরা বেশ কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি, মাথা ঠাণ্ডা রাখতে পারিনি। এই অপ্রত্যাশিত সফর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে!”

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী আন্তর্জাতিক সফর আগামী অক্টোবরে। তবে তার আগেই বিসিবি মুশফিকের সাথে কথা বলে, দলের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করবে বলে সবাই আশা প্রকাশ করছে।

সূত্রঃ ক্রিকইনফো

This post was last modified on মে ১৪, ২০১৩ 2:29 অপরাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

অনিয়ন্ত্রিত ক্যাফেইন গ্রহণে শরীরের যে ক্ষতি হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…

% দিন আগে

বছরের অন্যতম সেরা সিনেমা ‘ট্রেন ড্রিমস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…

% দিন আগে

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% দিন আগে

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% দিন আগে

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% দিন আগে

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% দিন আগে