The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অপূর্ব-সারিকা জুটি বাঁধলেন চার বছর পর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ চার বছর পর আবারও জুটি বাঁধলেন অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী সারিকা। মনজুরূল শিবলীর রচনায় এবং রুবায়েত মাহমুদের পরিচালনায় নাটকটির নাম ‘ফয়েল পেপারে প্রেম’।

Opurbo-sarika

গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে ‘ফয়েল পেপারে প্রেম’ নাটকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।

সারিকা নাটকটি প্রসঙ্গে বলেছেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে ২০১২ সালের শেষের দিকে ‘ব্যাকডেটেড’ নামের একটি নাটকে কাজ করেছি। চার বছর পর আবারও তার সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। খুব ভালো লাগছে এতোদিন পর তাঁরসঙ্গে কাজ করতে পেরে। ‘ফয়েল পেপারে প্রেম’ নাটকের গল্পটি কমেডি ঘরানার। দর্শকদের কাছে এই নাটকটি খুব ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

নির্মাতা সূত্রে জানা যায়, ‘ফয়েল পেপারে প্রেম’ নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...