দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত ৩ দিনের ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
যে কারণে ওইদিন হতে টানা ৬ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাহী আদেশে ১১ তারিখ সরকারি ছুটি ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) অফিস করতে হবে।
আজ (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকেও ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ঈদের নির্ধারিত (১২ হতে ১৪ সেপ্টেম্বর) ছুটির আগে ও পরে ১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি চূড়ান্ত করবেন।’
উল্লেখ্য, ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদুল আযহা ১২ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও, চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ক্যালেন্ডারে ১২ সেপ্টেম্বর ঈদুল আযহা দেওয়া থাকার কারণে অনেকেই ১১ তারিখের আগেই বাড়ি যাওয়ার টিকিট কেটেছেন।