দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নবাগতা শবনম বুবলি ‘বসগিরি’ ছবির নতুন গানে এবার চমক দেখালেন!
এটি প্রকাশ পেয়েছে গত রবিবার রাতে। গানটির শিরোনাম ছিলো ‘দিল দিল দিল’। চমৎকার কথা মালায় সাজানো এই গানে শাকিব-বুবলির নাচ রীতিমত সকলকেই চমকে দিয়েছে।
‘বসগিরি’র এই ‘দিল দিল দিল’ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব ও বুবলি। বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে এই ‘দিল দিল দিল’ গানটি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে। রোমান্টিক ধাঁচের এই গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর সকলেই এটির প্রশংসা করেছেন।
‘বসগিরি’র এই ‘দিল দিল দিল’ গানটি দেখে অনেকের মন্তব্য হলো, ‘চমৎকার হয়েছে শাকিব-বুবলীর এই গানটি। দেশীয় চলচ্চিত্রে যে পরিবর্তন এসেছে, সেই ধারা অব্যাহত থাকুক- সেটিই সকলের প্রত্যাশা।’
শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিটি সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
‘বসগিরি’ ছবিতে আরও অভিনয় করেছেন- মাজনুন মিজান, অমিত হাসান, রজতাভ দত্তসহ প্রমুখ।
দেখুন সেই গানের ভিডিওটি