The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তাহসান-মিথিলা আবারও একবৃন্তে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন কোরবানি ঈদের বিশেষ নাটকে আবারও জুটিবদ্ধ হয়ে আসছেন তাহসান ও মিথিলা। তারা নাটকেও দম্পতির ভূমিকাতেই অভিনয় করবেন!

Tahsan-Mithila

তাহসান ও মিথিলার ঈদের এই বিশেষ নাটকের নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস’। এই নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। সম্প্রতি শেষ হয়েছে এই নাটকটির শুটিং। এ নাটকে সদ্যবিবাহিত দম্পতির ভূমিকায় দেখা যাবে তাহসান ও মিথিলাকে।

তাহসান এ বিষয়ে বলেছেন, ‘বাস্তবের স্ত্রীর সঙ্গে একই চরিত্রে নাটকে অভিনয় করতে বেশ ভালো লেগেছে। অভিনয়টা অনেক বেশি সহজ লেগেছে। চরিত্রের সঙ্গে আরও বেশি মিশে গিয়ে অভিনয় করা সম্ভব হয়েছে। এই নাটকের গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস দর্শকদেরও খুব ভালো লাগবে ‘

Tahsan-Mithila-2

মিথিলার বক্তব্যও একই রকম। তিনি বলেছেন, ‘এই নাটকে তাহসান আমার স্বামীর ভূমিকাতেই অভিনয় করেছে। বাস্তবের মতোই কিছু দৃশ্যে আমরা অভিনয় করেছি। নাটকটি সবার কাছেই ভালো লাগবে বলে আশা করছি।’

‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকটি ঈদে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

উল্লেখ্য, গত ঈদেও মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘কথোপকথন’ নাটকে অভিনয় করেন তারকা দম্পতি তাহসান খান-মিথিলা। ওই নাটকটি দর্শকমহলে প্রশংসিত হয় সে সময়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...