The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিলীন হয়ে যাওয়া এক পাখির নাম রাজ ধনেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ, ৭ জিলহজ্ব ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Great Hornbill

বাংলাদেশে বিরল এবং প্রায় বিলীন হয়ে যাওয়া এক পাখির নাম রাজ ধনেশ। বিশাল ঠোঁটের অধিকারী পাখিটি দেখতে বড়ই সুন্দর।

আমাদের স্থানীয় প্রজাতির এই রাজ ধনেশ একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই বাস করতো। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বন বিভাগের গভীর বনে কোথাও দু’এক জোড়া চোখে পড়ে তাও কালেভদ্রে।

এক তথ্যে জানা যায়, এশিয়ার ও আফ্রিকার উড়ন্ত ধনেশের মধ্যে সবচেয়ে বড় ও বিশাল বড় এ পাখির মাথা, গলা, ঘাড়, বুকের উপরের অংশ হলুদ। যেমন এটির হলুদ মস্ত বড়, নিচের দিকে বাঁকানো ঠোঁট। উপরের ঠোঁট লালছে রং এর। ঠোঁটের বর্মটি বড়, চ্যাপ্টা, প্রশস্ত। কপাল ঢেকে থাকে ও সামনে পিছে দুটি করে ডগা। সব মিলিয়ে বড়ই চমৎকার এটি।

ছবি: wonderfulbangladesh.net এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...