দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে এই প্রথমবারের মতো তৈরি হলো থ্রিডি প্রিন্টারে স্বয়ংচালিত গাড়ি। এটি তৈরি করেছে ওক্স নামের একটি প্রতিষ্ঠান। এই গাড়িটির উইন্ডশিল্ডেই রয়েছে ভিডিও স্ক্রিণ।
নতুন এই গাড়িটিতে কোনো স্ট্রিয়ারিং হুইল নেই। এই গাড়িটিতে ক্যামেরাসহ সেন্সর ব্যবহার করা হয়েছে।
এই থ্রিডি প্রিন্টেড গাড়িটি দেখতে খুব আকর্ষণীয়। ছোট আকারে তৈরি করা হয়েছে এই গাড়িটি। স্বয়ংচালিত এই গাড়িটিকে বলা হচ্ছে, ফ্লাট প্যাক ট্রাক। এটি খুব দ্রুত গতিতে যাত্রী পরিবহন করতে পারবে- এমনটি আশা করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।
তবে এই স্বয়ংচালিত গাড়িটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই গাড়িটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে জানানো হয়েছে।