দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে হয়তো অনেকের বিশ্বাস হবে না। কারণ চুল বিক্রি করে আবার কোটি টাকা আয় করা সম্ভব? সত্যিই তাই। ঘটনাটি ভারতের এক মন্দিরের!
ভারতের তিরুপতি বালাজি মন্দির। ভক্তদের নানাবিধ দানে উপচে ওঠে এই মন্দিরের দানপাত্র। যেটি এই মন্দিরের আয় ও ভগবানের ঋণশোধ- দুইয়েরই সহায়ক হয়ে থাকে। অন্যান্য বস্তুর সঙ্গে প্রতিদিন আগত অনেক ভক্তই নিজের চুল উৎসর্গ করে থাকেন ভগবানকে।
নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই মনোবাঞ্ছা পূর্ণ হলে ভগবানকে কৃতজ্ঞতাস্বরূপ এই পন্থা অবলম্বন করেন।
যে কারণে প্রতিদিন এভাবে জমতে থাকে কর্তিত চুল। এরপর মাসের শেষে এক বিপুল পরিমাণেই কর্তিত কেশরাশি জমা হয় এই তিরুপতি বালাজি মন্দিরে। সেই জমানো চুল যখন নিলামে উঠলো, দু’ মাস মিলিয়ে দাম পাওয়া গেলো ১৭.৮২ কোটি!
তিরুপতি বালাজি মন্দির সূত্রে বলা হয়েছে, এই আয় প্রকৃতপক্ষে যোগ্য খাতেই ব্যয় করা হবে।
বলা হয়েছে, ১১.২৮ কোটি ব্যয় করে কেনা হবে ৩৯.৩২ লিটার লিটার দুধ। এই ক্রয়কৃত দুধ লাইনে দাঁড়ানো শিশুদের পান করানো হবে।
এছাড়াও তিরুপতি লাড্ডু। এই লাড্ডু তার বিশাল আকারের জন্য বিখ্যাত। ভগবানের সেই নৈবেদ্য তৈরির জন্যে ২,৬৭৮ কোটি ব্যয় করা হবে!
এই টাকা আরও ব্যয় করা হবে উৎকৃষ্ট পরিমাণ গোদুগ্ধজাত ঘি কিনতে!
ভক্ত ও ভগবানের আর্থিক লেনদেনের এভাবেই সাক্ষী থাকছে ভারতের এই তিরুমালা তিরুপতি মন্দির! এই মন্দিরটি ভক্তদের কাছে একটি তীর্থস্থান। এই মন্দিরকে একটি জাগ্রত মন্দির হিসেবে দেখে থাকে ভক্তরা।