The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চলে গেলেন বিএনপি নেতা হান্নান শাহ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ না ফেরার দেশে চলে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ (৭৭)।

hannan-shah

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (মঙ্গলবার) ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ….. রাজিউন)।

সিঙ্গাপুরে অবস্থানরত তার ছোট ছেলে শাহ রেজানুর হান্নানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েরেছন, সিঙ্গাপুর হতে হান্নান শাহের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয় র্যাফেলস হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই হাসপাতালের চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন। তবে ১৩ দিনের মাথায় শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই নেতা। সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও রয়েছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনী হতে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। হান্নান শাহ গাজীপুরের কাপাসিয়া হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তিনি পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপি চেয়ারপারসন এবং মহাসচিবের শোক

বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পৃথক দু’টি শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হান্নান শাহর কখন কোথায় দাফন হবে সে বিষয়ে কিছুই এখনও জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...