দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। দিবা-রাত্রি হবে এই ম্যাচ।
এই সিরিজের ৩টি ম্যাচই হবে দিবা-রাত্রির। তবে ভেন্যুও একই। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের সাথে একদিন করে রিজার্ভ ডে থাকছে বৃষ্টির আশঙ্কায়।
প্রকৃতপক্ষে কাগজে-কলমের হিসেবে এই সিরিজে বাংলাদেশ অতি পরিষ্কার ফেভারিট। আইসিসি র্যাংকিংয়ের ৬ নম্বরে থাকা বাংলাদেশ গত প্রায় দেড় বছরে ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে এক অপরাজেয় এক শক্তিতে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে প্রবল প্রতাপ দেখিয়ে ফেরার পাশাপাশি এই সময়ে বাংলার দামাল ছেলেরা দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে। যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজের চেয়ে বড় হয়ে উঠেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ও ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়।