দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম। বেইজিং বলছে, এই প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে বিশেষ সহায়ক হবে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোফ (ফাস্ট) তাদের কার্যক্রম শুরু করে। ফাস্টের এই নির্মাণ কাজ ২০১১ সালে শুরু করা হয়। রেডিও টেলিস্কোপ নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান বলে জানানো হয়েছে। ফাস্ট মহাকাশে নানা তল্লাশির সঙ্গে সঙ্গে বুদ্ধিমান প্রাণীজগতের খোঁজেও কাজ করবে!
উল্লেখ্য, চীন তার প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক শৌর্যের সঙ্গে সঙ্গে মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নেয়। আগামী ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ ও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে চীনের!