The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গোপনে বিয়ে করেছেন নায়ক বাপ্পি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন। পাত্রী নিউইয়র্কের কুইন্সের স্থায়ী বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভুত সৃজয়া সরকার তুলতুলি।

bappi-01

গত মাসে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বাপ্পি। সেখানেই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একজন উকিলের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি হয় বাপ্পি ও তুলতুলির। বিয়ের সময় দু’জনার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধবও উপস্থিত ছিলেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। খবরে বলা হয়েছে তুলতুলির সঙ্গেই নাকি দীর্ঘ দুই বছর প্রেম করে আসছিলেন বাপ্পি।

বাপ্পি আমেরিকায় যাওয়ার পর হতে তুলতুলির সঙ্গেই অবসরের পুরোটা সময় কাটিয়েছেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। সেইসঙ্গে আরও গুজব রটেছে, মূলত আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য নাগরিকত্ব পেতেই নাকি আমেরিকান নাগরিকত্বধারী পাত্রী পছন্দ করেছেন বাপ্পি।

বিয়ের পর একই ফ্লাইটে তারা দু’জন ফিরেছেন বাংলাদেশে। দেশে ফিরেই বাপ্পির ফ্ল্যাটেই নাকি উঠেছেন তুলতুলি।

তবে এ বিষয়ে বাপ্পির কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, ‘তুলতুলি নামের কাওকে আমি চিনি না, বিয়ে তো দূরের কথা। এই প্রথম আমি তার নাম শুনেছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...