The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শাকিব-অপুর সংসার নিয়ে যতো কথা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাকিব-অপুর সংসার নিয়ে আবারও কানাঘুষা শুরু হয়েছে। তারা নাকি পোপনে বিয়ে করে সংসার করছেন এমন খবর দীর্ঘদিনের। বিষয়টি আবারও নতুন করে উঠে এসেছে।

shakib-apu

শাকিব দেশে ও অপু বর্তমানে বিদেশে থাকলেও তাদের সংসার নাকি ভালোই চলছে। বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক দেশে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অপরদিকে অপুবিশ্বাস নাকি কোলকাতায় পূজা-অর্চনা করছেন। এসব তথ্য জানা গেছে আলোচিত এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকেই।

সূত্র বলছে, ২০০৮ সালে গোপন নাকি বিয়ের পিঁড়িতে বসেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষু হতে আড়ালেই চলছে তাদের সংসার। গুলশানেই তাদের বাসা। প্রায় সময় যার যার বাসায় থাকতে হলেও দুজনই ছিলেন দুজনার খুব কাছাকাছি!

shakib-apu-2

তবে আশ্চর্যের বিষয় হলো, বিয়ের বয়স ৮ বছর পার হলেও কখনও তারা তা স্বীকার করেননি। তাদের ঘনিষ্ঠরা বলেছেন, ‘ফিল্ম ক্যারিয়ারের যদি কোনো ক্ষতি হয়’ এমন আশঙ্কা হতেই নাকি দীর্ঘ সময় নীরব রয়েছেন তারা।

shakib-apu-3

চলচ্চিত্রকাররা বলছেন, প্রেম বা বিয়ে কোনো অপরাধ নয়। একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠাও খুব স্বাভাবিক একটি ব্যাপার। শুধু ঢাকাই ছবিতে নয়, হলিউড-বলিউডেও অনেক তারকারা বিয়ে করে জনপ্রিয়তা ধরে রেখেছেন। প্রকৃতপক্ষে অভিনয় জানাটাই মুখ্য বিষয়। তাই প্রেম-বিয়ে নিয়ে শাকিব-অপুর ভয় পাওয়াটা একেবারেই অমূলক বলেই অনেকেই মনে করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...